বর্ণাঢ্য আয়োজনে চলছে বিপিএলের উদ্বোধনী, দেখাচ্ছে নিউজ টোয়েন্টিফোর

বর্ণাঢ্য আয়োজনে চলছে বিপিএলের উদ্বোধনী, দেখাচ্ছে নিউজ টোয়েন্টিফোর

অনলাইন ডেস্ক

বর্ণাঢ্য আয়োজনে চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের উদ্বোধনী অনুষ্ঠান। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই আসরের মধ্য দিয়ে তিন মৌসুম পর ফের বিপিএলে অনুষ্ঠিত হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নিউজ টোয়েন্টিফোর। উদ্বোধনী অনুষ্ঠানের স্পন্সর বসুন্ধরা গ্রুপ।

এবারের আসরকে স্মরণীয় করে রাখতে বর্ণিল উৎসবের মধ্য দিয়ে উদ্বোধন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

আর সেই উৎসবের জন্য পুরোপুরি বর্ণিল সাজে সেজেছে ‘হোম অব ক্রিকেট’ তথা শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

রোববার (৮ ডিসেম্বর) কনসার্টের শুরুতেই মঞ্চে উঠেছেন ডি’রকস্টার শুভ। তার সঙ্গীত পরিবেশন শেষ হলে উঠবেন রেশমি মির্জা।

সন্ধ্যা ৬টায় জেমস ও  ৬টা ৪০ মিনিটে গাইবেন মমতাজ।

সন্ধ্যা ৭টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে এসে বিশেষ এডিশন বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন। পরে ১০ মিনিট ধরে মিরপুরের আকাশে দেখা যাবে আতশবাজির ঝলকানি।

রাত পৌনে ৮টায় থাকছে সনু নিগামের পরিবেশনা। ৮টা ৩৫ মিনিটে থাকছে লেজার শো, ৯টায় গান গাইবেন কৈলাস খের। সাড়ে ৯টায় মঞ্চে উঠবেন ক্যাটরিনা কাইফ। ৩০ মিনিট চলবে এ বলিউড তারকার পারফরম্যান্স। ১০টায় মঞ্চ মাতাবেন সালমান খান। ক্যাটরিনার সঙ্গে সালমানের ডুয়েট পারফরম্যান্সে শেষ হবে আয়োজন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর