নদী তীরে ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান
‌‌‌‘১৩শ নদী শুধায় আমায়’

নদী তীরে ব্যতিক্রমী সাংস্কৃতিক অনুষ্ঠান

অনলাইন ডেস্ক

‌‌‌‘১৩শ নদী শুধায় আমায়’ প্রতিপাদ্য ধারণ করে দেশজুড়ে আয়োজন করা হচ্ছে ব্যতিক্রমী নদীকেন্দ্রিক সাংস্কৃতিক অনুষ্ঠান।  এরই ধারাবাহিকতায় দিনাজপুরে রোববার বিকেল থেকে শিল্পকলা একাডেমির আয়োজনে স্থানীয় ফুলতলা শ্মশান ঘাটের পাশে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাওয়াইয়া ও লোকগীতসহ নদী ভিত্তিক বিভিন্ন ধরনের গান এবং নৃত্য পরিবেশন করা হয়। নদী ভিত্তিক গানের তালে তালে শিল্পকলা একাডেমির শিশু শিল্পীদের নৃত্য পরিবেশন করে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহমুদুল আলম এবং পুলিশ সুপার মতিউর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

এছাড়াও অনুষ্ঠানে দর্শক সারিতে উপস্থিত বিশিষ্ট লেখক ও গবেষক মাসুদুল হক, সম্মিলিত সাংস্কৃতিক গোষ্ঠীর সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার মীনা আরা পারভীন প্রমূখ।

অতিথিরা বলেন, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বাংলাদেশের নদীকেন্দ্রিক সংস্কৃতিককে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।  

আমরা স্বভাবগতভাবেই নদীমাত্রিক মানুষ।

এটাই নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)