রিয়াদে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় উৎসব

রিয়াদে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে বিজয় উৎসব

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব প্রতিনিধি

বাংলাদেশের ৪৯তম মহান বিজয় উৎসব ২০১৯ ও রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উপ মিশন প্রধান ডক্টর নজরুল ইসলামকে যৌথভাবে বিদায় সংবর্ধনা দিয়েছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক, মহানগর ও আল খারজ শাখা।

বঙ্গবন্ধু ফাউন্ডেশন রিয়াদ প্রাদেশিক কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুস সালামের সভাপতিত্বে প্রকৌশলী আব্দুস সবুর খান ও হাফিজুল ইসলাম পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ। বিদায়ী অতিথি ছিলেন বাহরাইনে নব নিযুক্ত বাংলাদেশের  রাষ্ট্রদূত ডক্টর মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রিয়াদ বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার এসএম আনিসুল হক, প্রতিরক্ষা এ্যাটাচী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাঈদ সিদ্দিকী, সোনালী ব্যাংকের এজিএম জসিম উদ্দিন খান সহ রিয়াদের বিভিন্ন আওয়ামী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ।

ডক্টর নজরুল ইসলাম রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উপ মিশন প্রধান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর বাহরাইনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে রিয়াদ বাংলাদেশ থিয়েটার প্রযোজিত প্রয়াত নাট্যনির্দেশক এসএম সোলায়মানের মুক্তিযুদ্ধের উপর রচিত নাটক ‌‘ক্ষ্যাপা পাগলার প্যাচাল’ প্রদর্শন করা হয়। নাটকটি রূপান্তর ও নির্দেশনায় ছিলেন সারোয়ার জাহান সিদ্দিকী।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)