মঞ্চে বাংলায় যা বললেন সালমান খান(ভিডিও)

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু বিপিএলের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার পর নিজের অভিব্যক্তি প্রকাশ করেন বলিউড সুপারস্টার সালমান খান। ক্যাটরিনা সহ মঞ্চে এসেই সাল্লু বলেন, নমস্তে, আসসালামু আলাইকুম।

আসসালামু আলাইকুম বাংলাদেশ। আসসালামু আলাইকুম ঢাকা।

সালমান উপস্থিত দর্শকদের দেখে বলেন, দর্শক দেখে মনে হচ্ছে পুরো ঢাকা শহরের সব লোক এখানে এসেছেন।

এরপর ক্যাটরিনাকে কিছু বলার জন্য আহ্বান জানান সাল্লু। ক্যাট বলেন, নমস্তে, সালামালায়কুম। জয় বাংলা।

জয় বঙ্গবন্ধু। লাভ উই বাংলাদেশ।

ক্যাটরিনা সালমানকে উদ্দেশ্য করে বলেন, আপনি কিছু বলেন, সাল্লু বলেন, সালাম বাংলাদেশ। উপস্থিত দর্শকদের বলেন- কেমন আছো? উপস্থাপককে বলেন কারেক্ট (যা বলেছি ঠিক হয়েছে তো)? উপস্থাপক (জুয়েল) বলেন, ভেরি পারফেক্ট।

উপস্থিত দর্শক-শ্রোতাকে সালমান বলেন, আমি আপনাদেরকে ভালোবাসি। আমি সবাইকে ভালোবাসি।  

সালমান খান বঙ্গবন্ধুর কথা স্বরণ করে বলেন, জাতীর পিতা বঙ্গুবন্ধু বাংলাদেশের স্রষ্টা।

পরিশেষে সালামান বলেন, ‘আমি যখন বাবাকে বললাম বাংলাদেশে পারফর্ম করতে যাচ্ছি, তখন তিনি আমাকে একটা কথা বলেছেন। তিনি বলেছিলেন- বাংলাদেশে গেলে মঞ্চে উঠে অবশ্যই একজনকে স্মরণ করো। তিনি হলেন- কবি কাজী নজরুল ইসলাম। আমার বাবা কাজী নজরুলের ভক্ত। ’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)