ইসরাইলের সবচেয়ে ভালো বন্ধু ট্রাম্প!

ইসরাইলের সবচেয়ে ভালো বন্ধু ট্রাম্প!

অনলাইন ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমি ইসরাইলের সবচেয়ে ভালো বন্ধু। ’ শনিবার ফ্লোরিডায় ইসরাইলি-আমেরিকান কাউন্সিলের এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এমনটা বলেন। অনুষ্ঠানে মার্কিন শীর্ষস্থানীয় ইহুদি ধনকুবেররা উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের ভোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে ইহুদিদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘ইহুদি রাষ্ট্রটি হোয়াইট হাউসে আপনাদের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের চেয়ে ভালো কোনো ব্যক্তিকে এর আগে কখনও দেখতে পায়নি।

’ ইতিপূর্বে ডেমোক্র্যাটদের ভোট দিয়ে ইহুদিরা ভুল করেছিল বলেও তার মন্তব্যে উল্লেখ করেন ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার উদাহরণ টানেন।

ট্রাম্প বলেন, 'আপনাদের অনেকেই ওবামার জন্য নির্বাচন করেছিলেন। কোনো একদিন অবশ্যই আপনারা আমাকে এর ব্যাখ্যা দেবেন।

কারণ আমার মনে হয় না যে, তারা ইসরাইলকে খুব একটা পছন্দ করে। '

ক্ষমতায় আসায় পর থেকেই ইহুদিবাদী ইসরাইলের পক্ষে একটার পর একটা পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। প্রায় ৭০ বছরের মার্কিন নীতি সরিয়ে ২০১৭ সালে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী বলে স্বীকৃতি দিয়েছিলেন ট্রাম্প।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ