'যুক্তরাষ্ট্রে নৌঘাঁটিতে হামলা এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড'

'যুক্তরাষ্ট্রে নৌঘাঁটিতে হামলা এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড'

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৌঘাঁটিতে হামলাকে এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বলে ধারণা করছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। হামলাকারী একাই ওই হামলা চালিয়েছে বলেও ধারণা করছেন ঘটনার তদন্ত কর্মকর্তারা। এফবিআই তদন্তের বিস্তারিত কিছু জানায়নি এখনও।  

অস্ত্রধারী ২১ বছর বয়সের মোহাম্মদ আলশামরানি তার বন্দুক বৈধ পথেই যুক্তরাষ্ট্রে এনেছিলেন বলে জানা গেছে।

গুলি চালিয়ে সেই হত্যাকাণ্ড শুরুর আগে টুইটারে যুক্তরাষ্ট্রবিরোধী একটি পোস্টও দিয়েছিলেন তিনি। এছাড়াও হামলাকারী গত সপ্তাহে রাতের খাবার খাওয়ার সময় তার অন্য সাথীদের সঙ্গে গোলাগুলির ভিডিও গেম খেলেছিলেন বলে মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবরে প্রকাশিত হয়েছে।  

সৌদির নাগরিক আলশামরানি ফ্লোরিডার পেন্সাকোলা নৌঘাঁটিতে প্রশিক্ষণ নিতে এসেছিলেন। গত শুক্রবার তার গুলিবর্ষণে ৩ জন নিহত ও ৮ জন গুরুতর আহত হন।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ