সোনা জিতে অঝোরে কাঁদলেন সুমা

সোনা জিতে অঝোরে কাঁদলেন সুমা

অনলাইন ডেস্ক

এসএ গেমসে আরও একটি সোনা জিতল বাংলাদেশ। আজ সকালে পোখারা আর্চারি স্টেডিয়ামে মেয়েদের কম্পাউন্ডের একক ইভেন্টে সোনা জেতেন মাগুরার মেয়ে সুমা বিশ্বাস।

ফাইনালে সুমা ১৪২-১৩৪ পয়েন্টে হারিয়েছেন শ্রীলঙ্কার অনুরাধাকে। এ নিয়ে ১৫টি সোনা জিতল বাংলাদেশ।

কিন্তু সোনা জয়ের আনন্দের কান্না কিছুতেই থামছিল না সুমার। ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন চপল ও সহকারী কোচ জিয়াউর রহমান পাশে দাঁড়িয়ে সুমাকে শান্ত করার চেষ্টা করেন।

এবারের এসএ গেমসে সুমা খেলতে আসেন চতুর্থ বাছাই খেলোয়াড় হিসেবে। সেরা তিনজন ছিটকে পড়েছেন আগেই।

কিন্তু যোগ্যতা দিয়ে সুমা উঠে গেছেন ফাইনালে।

মিরপুর সরকারি বাঙলা কলেজের স্নাতকের ছাত্রী সুমা। পরীক্ষার কারণে গেমসে খেলতে আসতে পারবেন কি না, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। শেষ পর্যন্ত সুমার পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করে ফেডারেশন।

গত নভেম্বরে পরীক্ষার কারণে খেলতে যেতে পারেননি ব্যাংককের এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে।

কিন্তু এসএ গেমসে খেলার জন্য ধনুর্ভঙ্গপণ করেছিলেন। শেষ পর্যন্ত অন্নপূর্ণার কোলে নিজের সেরা পারফরম্যান্স করলেন সুমা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)