আওয়ামী লীগে সন্ত্রাসী চাঁদাবাজ মাদককারবারীদের স্থান নেই: শেখ হেলাল

আওয়ামী লীগে সন্ত্রাসী চাঁদাবাজ মাদককারবারীদের স্থান নেই: শেখ হেলাল

বাগেরহাট প্রতিনিধি

বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলাল উদ্দীন এমপি বলেছেন, আওয়ামী লীগে সন্ত্রাসী চাঁদাবাজ মাদককারবারীদের স্থান নেই। দয়া করে দলের কোন নেতা এসব ব্যক্তিসহ স্বাধীনতা বিরোধী ও তাদের পরিবারের সন্তানদের আওয়ামী লীগে ঠাঁই দিবেন না।  

আওয়ামী লীগের প্রাণ হচ্ছে, তৃণমূলের নেতাকর্মীরা। ওয়ান ইলেভেনসহ দলের দুর্দিনে তৃণমূলের পরীক্ষিত নেতাকর্মীরাই দলকে বাঁচিয়ে রেখেছে।

দলে তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে।  

সোমবার দুপুরে খানজাহান আলী কলেজ মাঠে বাগেরহাট জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আদালত খালেদা জিয়াকে সাজা দিয়েছে। আদালতের মাধ্যমেই তাকে মুক্ত হতে হবে।

তার মুক্তির নামে আন্দোলন করে কোন বিশৃংখলা সৃষ্টি করলে সরকার কঠোর হাতে তা দমন করবে।

বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ড. মোজাম্মেল হোসেন এমপির সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য পিযুষ কান্তি ভট্টাচার্য।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় নেতা মীর্জা আজম এমপি, এম এম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, বাগেরহাট সদরের এমপি শেখ সারহান নাসের তন্ময়, কেন্দ্রীয় ছাত্র লীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ. বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, সাংগঠনিক সম্পাদক নকীব নজিবুল হক নজুসহ স্থানীয় নের্তৃবৃন্দ।

সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলরদের সর্বসম্মত সিদ্ধান্তে ড. মোজাম্মেল হোসেনকে সভাপতি, শেখ কামরুজ্জামন টুকুকে সাধারণ সম্পাদক ও খান হাবিবুর রহমানকে এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করেন ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি শেখ হেলাল উদ্দীন এমপি।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল