খুলনায় কোটি টাকার মোবাইল জব্দ, আটক ৫
কর ফাঁকি

খুলনায় কোটি টাকার মোবাইল জব্দ, আটক ৫

নিজস্ব প্রতিবেদক, খুলনা

কর ফাঁকি দিয়ে অবৈধভাবে ব্যবসার অভিযোগে খুলনার সোনাডাঙ্গা নিউ মার্কেট থেকে ১৭৯টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল সেট জব্দ করেছে র‌্যাব। এ সময় অবৈধ ব্যবসার সাথে জড়িত ৫ ব্যবসায়ীকে আটক করা হয়।  

আটককৃতরা হচ্ছেন- আমিনুল ইসলাম রনি (৩৫), আসলাম (২৫), রাসেল শেখ (২৫), মিরাজ হাসান (২০) ও রতন বাড়ৈ (২২)। এদের বাড়ি নগরীর দৌলতপুর ও খালিশপুর এলাকায়।

জব্দকৃত মোবাইল ও এর অন্যান্য সরজ্ঞামাদির মূল্য প্রায় এক কোটি টাকা।

রোববার রাতে নিউ মার্কেটের ৬টি অবৈধ মোবাইল বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। র‌্যাব কর্মকর্তারা জানায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধভাবে সরকারি কর ফাঁকি দিয়ে মোবাইল এনে এখানে বিক্রয় করা হতো। এতে সরকার বিপুল পরিমান রাজস্ব হারাচ্ছে।

আটককৃতদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল