‘পেঁয়াজ ছাড়া রান্না হলে, আ.লীগ ছাড়াও দেশ চলবে’

‘পেঁয়াজ ছাড়া রান্না হলে, আ.লীগ ছাড়াও দেশ চলবে’

অনলাইন ডেস্ক

‘পেঁয়াজ ছাড়া রান্না হয়’ একথা যারা বলেছেন তাদের সমালোচনা করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. মসিউর রহমান রাঙ্গা। তিনি বলেছেন, পেঁয়াজ ছাড়া যদি রান্না হয়, তবে আওয়ামী লীগ ছাড়াও দেশ চলবে।

আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচার জাতীয় কৃষক পার্টির দ্বি-বার্ষিক সম্মেলনে রাঙ্গা বলেছেন, দেশের দ্রব্যমূল্য অসহনীয় পর্যায়ে চলে গেছে। ফলে মানুষ আজ ভালো নেই।

পেঁয়াজ ছাড়া অনেকে রান্নার কথা বলেছেন। পেঁয়াজ ছাড়া যদি রান্না হয়, তবে আওয়ামী লীগ ছাড়াও দেশ চলবে।

সিরিয়া ও পাকিস্তান থেকে আমদানি করা পেঁয়াজের ব্যাপারে তিনি বলেন, আমদানি করা পেঁয়াজের যে সাইজ, একটিই 
এক কেজির মতো।

সম্মেলনে জাপার চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেন, দেশের কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত।

কৃষকের ঘরে যখন ধান ওঠে তখন কৃষক ধানের সঠিক দাম পায় না। তাদের কম দামে ধান বিক্রি করতে হয়। সরকার ভর্তুকি দিলেও তা কৃষকরা পায় না। মধ্যস্থ ভোগীরা এ সুবিধা নিয়ে নিচ্ছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর