‘কেউ শুধু ভাষণ দেয়, ভাত-কাপড়-চাকরি দেয় না’

‘কেউ শুধু ভাষণ দেয়, ভাত-কাপড়-চাকরি দেয় না’

অনলাইন ডেস্ক

বাংলায় কোনো জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি হবে না। এখান থেকে কাউকে তাড়ানো যাবে না। বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদি সরকারের উদ্দেশ্য করে এ কথা বলেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ সোমবার খড়গপুরে এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, নো-এনআরসি, নো-ডিভাইড অ্যান্ড রুল।

কোনো বিভাজন হবে না। যার যতই রাজনৈতিক স্লোগান থাকুক, দেশ থেকে বড় কিছু নয়।

তিনি বলেন, ‘দেশ ভাগ করবেন না। মানুষকে রুটি, কাপড়, ঘর দিন।

কেউ কেউ আছে শুধু ভাষণ দেয় কিন্তু রেশন দেয় না, জীবন দেয় না, চাকরি দেয় না, সভ্যতা দেয় না, শুধু মৃত্যুকে আহ্বান করে। আমরা তাঁদের পক্ষে নই। আমরা জীবন দিতে না পারলেও কারও জীবন কেড়ে নিই না। ’

এনআরসি নিয়ে আসামে মানুষদের দুর্ভোগের কথা উল্লেখ করেন মমতা বলেন, ‘আসামে এনআরসি থেকে ১৯ লাখ মানুষের নাম বাদ গেছে। এরমধ্যে ১৪ লাখ হিন্দু বাঙালির নাম রয়েছে। তাছাড়া, ১ লাখ বিহারি ও গোর্খাদের নামও বাদ দিয়েছে। ’

মুখ্যমন্ত্রী বলেন, ‘এনআরসি আর নাগরিকত্ব সংশোধনী বিল ‘ক্যাব’ নিয়ে ভয় পাবেন না, আমরা আপনাদের সাথে আছি। বাংলায় কোনো এনআরসি হবে না। এনআরসি ও ‘ক্যাব’ একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। আমরা সবাই নাগরিক, আমরা সবাই ভোট দিই। রেশনকার্ড, স্কুল সার্টিফিকেট, জমির পাট্টা কিছু না কিছু তো সকলের আছে। তাহলে নাগরিকের প্রমাণ আলাদা করে দিতে হবে কেন?’

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর