ধর্ষিত মেয়েকে ধর্ষণের ব্যাপারে চুপ থাকতে পরামর্শ দিয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী

ধর্ষিত মেয়েকে ধর্ষণের ব্যাপারে চুপ থাকতে পরামর্শ দিয়েছিলেন সাবেক অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

মেয়ে ধর্ষণের শিকার হওয়ার পরেও শুধুমাত্র নিজের রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় মেয়েকে চুপ থাকার পরামর্শ দিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী বব হক। প্রায় চার দশক পর সেই অভিযোগ সামনে নিয়ে এসে এসব কথা প্রকাশ্যে বিশ্ব মিডিয়ার সামনে তুলে ধরেন হকের মেয়ে রোজালিন ডিলন।  

তিনি অভিযোগ করে জানান গত শতকের আশির দশকে বব হকের দল লেবার পার্টির একজন এমপি, বিল ল্যান্ডারইউ তাকে জোরপূর্বক ধর্ষণ করেছিলেন।

বর্তমানে বব হক ও বিল ল্যান্ডারইউ দুজনই মৃত।

আর ৫৯ বছর বয়সী ডিলন তার বাবার সম্পদ থেকে ৪০ লাখ অস্ট্রেলীয় ডলার দাবি করে মামলা লড়ে যাচ্ছেছেন। একটি হলফনামায় ডিলন উল্লেখ করেছেন, ওই ধর্ষণের ঘটনা ১৯৮৩ সালে ঘটে। সে সময় বব লেবার পার্টির নেতৃত্ব হাতে আনার চেষ্টা ব্যস্ত ছিলেন। ওই সময় তিনবার যৌন হেনস্থার শিকার হয়েছিলেন ডিলন।
এরপর শেষ পর্যন্ত তিনি বাবাকে বিষয়টি জানান। কিন্তু ফলাফল শূণ্য।

তার ক্ষমতালোভী বাবা তখন উত্তর দেন- ‘তুমি এটা করতে পারো না। এই মুহূর্তে আমি আমার সাথে জড়িত কোনো বিতর্কে জড়াতে চাই না। আমি খুবই দুঃখিত, কিন্তু আমি লেবার পার্টির নেতৃত্ব অর্জনের লড়াইয়ে নামছি। ’

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ