নাগরিকত্ব বিল পাস হওয়ায় মোদির প্রতিক্রিয়া

নাগরিকত্ব বিল পাস হওয়ায় মোদির প্রতিক্রিয়া

অনলাইন ডেস্ক

তীব্র বিরোধিতার মুখে পড়েও লোকসভায় পাস করা হলো নাগরিকত্ব সংশোধন বিল। টানা সাত ঘণ্টা তর্ক-বিতর্ক ও তুমুল হট্টগোলের মধ্যে সোমবার দিবাগত মধ্যরাতে বিতর্কিত এই আইন সংশোধন বিল ৩১১-৮০ ভোটের ব্যবধানে পাস হয়। অর্থাৎ এর পক্ষে ভোট পড়ে ৩১১টি ও বিপক্ষে ভোট পড়ে ৮০টি।  

বিল পাস হওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার অফিসিয়াল টুইটার একাউন্ট থেকে একটি টুইট করেছেন।

টুইটে মোদি সব সাংসদদের ধন্যবাদ জানিয়ে লিখেছেন, ‘ভারতীয়দের মানুষকে আপন করে নেওয়ার যে শতবর্ষ পুরনো প্রথা, সেটাই সবার সামনে এলো আরও একবার। ’ টুইটে তিনি যেসব দল ও সাংসদরা এই বিলের পক্ষে ভোট দিয়ে বিলটিকে সমর্থন জানিয়েছেন তাদের অভিনন্দন জানিয়েছেন। মোদি বিশেষ অভিনন্দন জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ