‘বিশ্বে আলোচিত দুই প্রধানমন্ত্রীর একজন শেখ হাসিনা’

‘বিশ্বে আলোচিত দুই প্রধানমন্ত্রীর একজন শেখ হাসিনা’

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগকে ক্লিন ইমেজের পার্টি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে আভাস দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও বিএনপির মহাসচিব ফখরুলের বক্তব্যের ব্যাপারে বলেছেন, তার বক্তব্য শুনে মনে হয় ‘বানর সঙ্গীত গায়’।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে হবিগঞ্জ শহরের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ওবায়দুল কাদের।

তিনি বলেন, আওয়ামী লীগকে ক্লিন ইমেজের পার্টি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

কোনো দূষিত রক্ত দলে রাখা হবে না। আওয়ামী লীগে বিশুদ্ধ রক্তের সঞ্চালন করা হবে।

‘বিএনপি দেশের সংখ্যালঘুদের কাছে জনপ্রিয়’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে ওবায়দুল কাদের।

তিনি বলেন, তার বক্তব্য শুনে মনে হয় ‘বানর সঙ্গীত গায়, আর শীলা সাগরে ভাসে’।

আওয়ামী লীগ হলো সংখ্যালঘু–বান্ধব দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংখ্যালঘুদের সবচেয়ে আপনজন বলেন সেতুমন্ত্রী।
 
তিনি বলেন, সারাবিশ্বে আলোচিত দুইজন প্রধানমন্ত্রীর একজন শেখ হাসিনা, চারজন পরিশ্রমী প্রধানমন্ত্রীর একজন শেখ হাসিনা, ১০ জন প্রভাবশালী নেত্রীর একজন শেখ হাসিনা। সৎ রাজনীতিকের নাম শেখ হাসিনা।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)