কাঁথা-বালিশ নিয়ে সড়কে শুয়ে পড়ল শ্রমিকরা
খুলনার পাটকলে আমরণ অনশন অব্যাহত

কাঁথা-বালিশ নিয়ে সড়কে শুয়ে পড়ল শ্রমিকরা

উৎপাদন বন্ধ
সামছুজ্জামান শাহীন, খুলনা থেকে

মজুরি কমিশন বাস্তবায়ন, পাবলিক প্রাইভেট পার্টনারশীপ (পিপিপি) বাতিল, পাটক্রয়ে অর্থ বরাদ্দসহ ১১ দফা দাবিতে খুলনায় আমরণ অনশন কর্মসূচি পালন করছেন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা।

বুধবার দ্বিতীয় দিনের মতো নগরীর খালিশপুর বিআইডিসি সড়কে কাঁথা-বালিশ ও বিছানা-কম্বল নিয়ে অবস্থান করছেন শ্রমিকরা।

জানা যায়, শীতের রাতে খোলা জায়গায় ঠান্ডা হাওয়া ও ক্ষুধা-তৃষ্ণায় এরই মধ্যে বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

শ্রমিক নেতারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরবে না।

এদিকে কর্মসূচির কারণে দুদিন ধরে বন্ধ রয়েছে পাটকলের উৎপাদন।

বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের ডাকে এই কর্মসূচি পালিত হচ্ছে।

সংগঠনের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বলেন, মঙ্গলবার দুপুর থেকে অনশন শুরু হয়েছে। এরই মধ্যে প্রচণ্ড শীত ও ক্ষুধায় বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

তবে যতই কষ্ট হোক, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন কর্মসূচি চলবে।

শ্রমিকরা জানায়, সকালে অনশন চলাকালে ক্রিসেন্ট জুট মিলের শ্রমিক মাজেদুল ইসলাম, সুলতান সরদার, প্লাটিনাম জুট মিলের আবুল খায়ের, মোস্তাফিজুর ও হিরণ মিয়াসহ ১৫-২০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

স্বেচ্ছাসেবী স্বাস্থ্য ক্যাম্প থেকে তাদের কয়েকজনকে স্যালাইন দেওয়া হয়।

পরে আবুল খায়ের ও হিরণ মিয়াকে হাসপাতালে নেওয়া হয়। অনশনে রাষ্ট্রায়ত্ত ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম জুট মিলের কয়েক হাজার শ্রমিক রয়েছে।

সংগঠনের যুগ্ম-আহ্বায়ক মো. মুরাদ হোসেন জানান, পাটখাতকে ধংস করতে ষড়যন্ত্র করা হচ্ছে। ফলে বাধ্য হয়ে শ্রমিকরা আন্দোলনে নেমেছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)