চট্টগ্রামকে ১৬৩ রানের টার্গেট দিল সিলেট

চট্টগ্রামকে ১৬৩ রানের টার্গেট দিল সিলেট

অনলাইন ডেস্ক

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী ম্যাচে আজ বুধবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে মাঠে নেমেছে সিলেট থান্ডার্স। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জেতার পর সিলেটকে ব্যাট করতে পাঠায় চট্টগ্রাম।

পাঁচ ছক্কা আর চারটি চারে মোহাম্মদ মিথুন খেলেছেন দুর্দান্ত এক অপরাজিত ইনিংস। ডান-হাতি এই ব্যাটসম্যানের ৪৭ বলে ৮৪ রানের ইনিংসে দলের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ১৬২ রান।

ব্যাট হাতে মাঠে নেমে ৫ রান করে বিদায় নেন সিলেটের ওপেনার রনি তালুকদার। আরেক ওপেনার জনসন চার্লস ৩৫ রান করেন।
এদিকে ৪ রান করেন জীবন মেন্ডিস, এছাড়া ২৯ রান করেন মোসাদ্দেক হোসেন সৈকত।

তিন নম্বরে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত ক্রিজে ছিলেন মিথুন।

তার সঙ্গে ১ রান করে মাঠে ছিলেন নাজমুল হোসেন মিলন। চট্টগ্রামের হয়ে দুটি উইকেট তুলেছেন রুবেল হোসেন। একটি করে উইকেট আদায় করেন নাসুম আহমেদ ও রায়াদ এমরিত।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : রায়াদ এমরিত (অধিনায়ক), আভিষ্কা ফার্নান্দো, জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েস, নাসির হোসেন,  রায়ান বার্ল, নুরুল হাসান সোহান, চাদউইক ওয়ালটন, রুবেল হোসেন, নাসুম আহমেদ, মুক্তার আলী।

সিলেট থান্ডার্স : মোসাদ্দেক হোসেন সৈকত (অধিনায়ক), জনসন চার্লস, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন মিলন, সোহাগ গাজী,  নাজমুল ইসলাম অপু, এবাদত হোসেন, ক্রিসমার সান্তোকি, নাবিন উল হক ও জীবন মেন্ডিস।  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল 

সম্পর্কিত খবর