‘দর্শক আমার চাকরি খাবে’

‘দর্শক আমার চাকরি খাবে’

অনলাইন ডেস্ক

‘দিলওয়ালে’, ‘ফ্যান’, ‘যব হ্যারি মেট সেজাল’, ‘রইস’, ‘জিরো’—কোনো ছবিতেই আশানুরূপ ব্যবসা না হওয়ায় চিন্তিত বলিউড বাদশা শাহরুখ খান। এমনকি ‘ডিয়ার জিন্দেগি’ যা একটু ভালো করেছে, তবে তা যতটা না শাহরুখ খানের কৃতিত্ব, তার চেয়ে বেশি আলিয়া ভাটের।

ছবিগুলো কেন ফ্লপ করেছে? বিবিসির সাংবাদিককে শাহরুখ খানের সোজাসাপ্টা জবাব, ‘ছবিগুলো ভালো হয়নি, তাই ভালো করেনি। আমরা সবাই মিলে খারাপ ছবি বানিয়েছি।

হ্যাঁ, এই সহজ উত্তরটাই সঠিক উত্তর। ’

শাহরুখ খান আরও বলেন, ‘ভারতীয়রা সবাই যেমন ক্রিকেট খেলতে জানে, সবাই তেমন ছবি বানাতেও জানে। তাই ভালো, খারাপ—সব ধরনের ছবিই নির্মিত হয়, নির্মিত হবে। একটা ছবি খারাপ ব্যবসা করার কেবল একটাই কারণ, ছবির গল্পটা ভালোভাবে বলা হয়নি।

আর কোনো কারণ থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। এটা বিনয় না, এটা সততা। আমি দর্শকদের চাকরি করি। দর্শক আমার বস। আমি যদি খারাপ করি, তারা আমাকে চাকরি থেকে বিদায় করে দেবে। বলেন বহু সিনেমার হিট নায়ক শাহরুখ খান।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক

সম্পর্কিত খবর