সাতক্ষীরা সীমান্তে ২৬ লক্ষ টাকার স্বর্ণ উদ্ধার

সাতক্ষীরা সীমান্তে ২৬ লক্ষ টাকার স্বর্ণ উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি

ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা বন্দর সংলগ্ন লক্ষীদাঁড়ি সীমান্ত থেকে ৫৮৫ গ্রাম সোনাসহ সজীব হোসেন (২৮) নামে এক চোরাচালানিকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি) সদস্যরা। চোরাচালানি সজীব হোসেন লক্ষীদাঁড়ি গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২৬ লক্ষ ৭ হাজার ৫৩০ টাকা বলে নির্ধারণ করেছে বিজিবি। আজ বুধবার সকাল ১০টার সময় সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষীদাঁড়ি সীমান্ত থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করে।

আটককৃত ব্যক্তিকে স্বর্ণসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

ভোমরা বিজিবির নায়েক সুবেদার হারুন-উর-রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা লক্ষীদাঁড়ি সীমান্তে সকাল ১০টার দিকে অভিযান চালায়। সেখান থেকে সজীব হোসেনকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৫৮৫ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে ভারতে পাচারের উদ্দেশ্য সোনা নিয়ে যাচ্ছিল।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল