ফেমাস না হলে তো সমালোচনা হয় না: ইমরুল

ফেমাস না হলে তো সমালোচনা হয় না: ইমরুল

অনলাইন ডেস্ক

বিবিপিএলের প্রথম ম্যাচে আজ বুধবার সিলেট থান্ডার্সের বিপক্ষে ৩৮ বলে ৬১ রান করে জিতিয়েছেন ইমরুল কায়েস চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও।

কদিন আগে ভারতের বিপক্ষে বিবর্ণ পারফর্ম আর বিবিপিএলের প্রথম ম্যাচেই জেতালেন দলকে। আবার খারাপ খেললে শুনতে হবে সমালোচনা।

এই সমালোচনা কিভাবে দেখেন ইমরুল?

‘মানুষ ফেমাস না হলেতো সমালোচনা হয় না, ভালো হোক খারাপ হোক সমালোচনা হয়। ভারত সিরিজে আমি খারাপ করছি যেটা আমি নিজেও আপসেট, কারণ আমাদের টেস্ট ম্যাচের প্রস্তুতিটা আরও ভালো হওয়া দরকার একজন খেলোয়াড় হিসেবে বলছি। ’

ভারত সফরের আগে অনুশীলনের জন্য খুব বেশি সময়ও পাননি বলে জানান এই ওপেনার। বিশ্বমানের একটা দলের সঙ্গে খেলতে হলে তিন-চারদিনের প্রস্তুতিটা যে অনেক কম সেটাও মনে করিয়ে দিলেন ইমরুল।

‘দুই-তিন সপ্তাহ ধরে একটা প্রস্তুতি নিয়ে তবেই বিশ্বমানের একটা দলের সাথে খেলতে হবে, তিন-চারদিনের প্রস্তুতি আর জাতীয় লিগের বোলারদের ফেস করে টেস্ট খেলা অনেক কঠিন। আমার জন্য না বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যানদের জন্যও কঠিন। এ জায়গাগুলোতে আমাদের জন্য উন্নতি জরুরি, বোলার হিসেবে কাকে বল করবো কাকে খেলবো এসব এখান থেকে প্রস্তুত হয়ে গেলে সবার জন্যই ভালো। '

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল