'কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধদের অবস্থা ভালো না'

'কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডে দগ্ধদের অবস্থা ভালো না'

অনলাইন ডেস্ক

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, কেরানীগঞ্জের ঘটনায় যে রোগীরা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের অবস্থা ভালো না। মাননীয় প্রধানমন্ত্রী তাদের সার্বক্ষণিক খবর রাখছেন এবং সরকারি খরচে চিকিৎসার নির্দেশনা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) কেরানীগঞ্জে দগ্ধ ব্যক্তিদের দেখতে গেলে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, মালিকের উদাসীনতা কারণেই কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তিনি বলেন, কারখানাগুলো নিয়মকানুন মেনে কাজ করে না। সেখানে অগ্নি নির্বাপণের কোনও ব্যবস্থা থাকে না। তাই বার বার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মালিকদের উদাসীনতায় কেরানীগঞ্জে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ যেখানে আগুন লেগেছে সেখানে নিশ্চয়ই আগুন নেভানোর সরঞ্জাম ছিল না।

বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বলেন, যারা হাসপাতালে ভর্তি হয়েছেন তাদের অবস্থা বেশ নাজুক। বদ্ধ ঘরে আগুন লাগলে মানুষের যে অবস্থা হয় এ ঘটনাটিও তেমন।

এ পর্যন্ত বার্ন ইউনিটে ১৩ জন রোগী মারা গেছে।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল