‘আদালতের রায় মানতে সবাই বাধ্য’

‘আদালতের রায় মানতে সবাই বাধ্য’

সুনামগঞ্জ প্রতিনিধি

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, খালেদা জিয়ার জামিন আদালতের বিষয়, আদালতেই ফয়সালা হবে। এ রায় তত্ত্বাবধায়ক সরকার আমলে করা মামলার। আদালতের রায় মানতে সবাই বাধ্য। কিন্তু সিনিয়র আইনজীবীরা রায় মানি না, মানব না বলে এজলাস এলাকায় মিছিল করে অরাজক অবস্থা সৃষ্টি করতে চায়, কোনো সভ্য দেশে এ অরাজক অবস্থা চলতে পারে না।

বৃহস্পতিবার (১২ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ চের্ম্বাস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর আয়োজনে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

চের্ম্বাস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিছবাহ এমপি।

এসময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র নাদের বখত, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সহসভাপতি মো.আমিনুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের
সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম বজলু, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক মনজুর আলম খন্দকার প্রমুখ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)