দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ১০

দুপক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ, আহত ১০

অনলাইন ডেস্ক

ময়মনসিংহ সদর উপজেলার সুতিয়াখালী এলাকায় দুপক্ষের সংঘর্ষকালে ককটেল বিস্ফোরণে ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আহতরা হলেন- আনোয়ারা খাতুন (৬০), মনোয়ারা বেগম (৪৫), সুরমা আক্তার (৩২), সোহাগ (২৪), আনিস (২১)।

বাকিদের নামপরিচয় এ জানা যায়নি।  

পুলিশ ও এলাকাবাসী জানান, বুধবার (১১ ডিসেম্বর) রাতে সুতিয়াখালী তিন রাস্তার মোড়ে স্থানীয় চা দোকানদার নজরুল ইসলামের সঙ্গে তুচ্ছ ঘটনা নিয়ে একই এলাকার নাজিম উদ্দিনের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

এরই জেরে বৃহস্পতিবার দুপুরে নাজিম উদ্দিনের ভাই সিরাজুল ইসলাম ওরফে ফজু মিয়ার নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্কের পরিস্থিত তৈরি করে। পরে তারা তিন রাস্তার মোড় এলাকার বেশকিছু দোকানপাট ও বসতবাড়িতে হামলা চালায় ও লুটপাট করে।

চা স্টলের তুচ্ছ ঘটনার জের ধরে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে জানান কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)