বহু বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলে শেষ পর্যন্ত সই পড়ল ভারতের রাষ্ট্রপতির

বহু বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলে শেষ পর্যন্ত সই পড়ল ভারতের রাষ্ট্রপতির

অনলাইন ডেস্ক

ভারতীয় সংসদে সদ্য পাসকৃত বিতর্কিত বিলে সই করেছেন ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ। এর মধ্য দিয়েই একটি আইনে পরিণত হল এই নাগরিকত্ব সংশোধনী বিল। সংসদের উভয় কক্ষে বিলটি পাস হওয়ার পর তা পাঠানো হয় রাষ্ট্রপতির কাছে। সবশেষে এতে স্বাক্ষর করে সম্মতি জানিয়ে দিলেন কোবিন্দ।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সরকারি গেজেটে প্রকাশিত হওয়ার পর থেকে এই আইন কার্যকর করা হয়েছে। এই আইন অনুযায়ী ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা এখন থেকে বেআইনি শরণার্থী হিসেবে বিবেচিত হবেন না। তারা সবাই ভারতীয় নাগরিক বলে গণ্য হবেন।

তীব্র বিরোধিতা ও বিক্ষোভের মাঝে সোমবার লোকসভায় এবং বুধবার রাজ্যসভায় পাস হয় নাগরিকত্ব সংশোধনী বিল।

এর বিরোধিতায় তীব্র বিক্ষোভ চলছে ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলোতে। অগ্নিগর্ভ হয়ে আছে আসাম, ত্রিপুরা, মেঘালয়ের মতো রাজ্যগুলো।  

সূত্র: ইকোনমিক টাইমস

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ