এরদোগানের বিরুদ্ধে নতুন দলের ঘোষণা তারই সাবেক প্রধানমন্ত্রীর!

এরদোগানের বিরুদ্ধে নতুন দলের ঘোষণা তারই সাবেক প্রধানমন্ত্রীর!

অনলাইন ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের বিরুদ্ধে নতুন রাজনৈতিক দলের ঘোষণা করেছেন তার সরকারেরই সাবেক প্রধানমন্ত্রী আহমেদ দাভোগোগলু। মাত্র তিন মাস আগে পর্যন্ত আহমেদ দাভোগোগলু তুরস্কের বর্তমান ক্ষমতাসীন দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) থেকে প্রধানমন্ত্রী হিসেবে এরদোগানের অধীনে ক্ষমতায় থেকে তার দায়িত্ব পালন করছিলেন।

শুক্রবার দাভুতোগলু আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে জানান তার নতুন এ দলের নাম জেলেচেক পার্টি (ফিউচার পার্টি)। তিনি আরও বলেন, ‘আমরা এই দলটির প্রতিষ্ঠা করেছি আমাদের ভবিষ্যৎ জনগণের ও ভবিষ্যৎ তুরস্কের স্বার্থরক্ষার জন্য।

গত মার্চে স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের মধ্যে পরাজয়ের পর থেকেই দলের ভেতরে নিজেদের সমস্যাগুলো মাথাচাড়া দিয়ে উঠছিল বারবার। বিশেষ করে দেশটির বাণিজ্যিক ও বড় শহরগুলোতে তার প্রভাব বেশ সুস্পষ্ট ছিল। এর রেশেই সমালোচনা করেছিলেন আহমেদ দাভুতোগলু। যারা দলের সমালোচনা করে যাচ্ছিলেন তাদের বহিষ্কারের জন্য দলের মধ্যেই কথা চলছিল।

কিন্তু বহিষ্কারের ঘটনা ঘটার আগেই দল থেকে পদত্যাগ করেছিলেন দাভুতোগলু।  

সূত্র: আল জাজিরা

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ