ভারত ভ্রমণে সতর্ক করা হচ্ছে পর্যটকদের

ভারত ভ্রমণে সতর্ক করা হচ্ছে পর্যটকদের

অনলাইন ডেস্ক

ভারতে চলমান বিক্ষোভের কারণে ভারত সফর বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। একই কারণে ভারতে বিক্ষোভে উত্তাল অঞ্চলগুলোতে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন।

যুক্তরাজ্যের ভ্রমণ সতর্কতায় বলা হয়, নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে ভারতের কিছু অংশে বিক্ষোভ চলছে। উত্তরপূর্ব ভারতে সহিংস বিক্ষোভের খবর পাওয়া যাচ্ছে।

বিশেষ করে আসাম ও ত্রিপুারায়। গৌহাটিতে কারফিউ জারি করাসহ আসামের ১০ জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। যানবাহনেও হামলার ঘটনা ঘটছে। যদি কারও ওই অঞ্চলে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে তাদের উচিত হবে সেখানকার স্থানীয় গণমাধ্যমের মাধ্যমে সর্বশেষ অবস্থা সম্পর্কে অবগত থেকে সেখানে যাওয়া।
এছাড়া স্থানীয় কর্তৃপক্ষ যেসব নির্দেশনা দেয় তা মানাসহ প্রয়োজনে অন্য কোনো সময় ভ্রমণের সময় ঠিক করা। যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতাতেও ভারতে এই একই নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সাময়িকভাবে আসাম ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে তারা।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ