ইমরান খানের ভাতিজাকে গ্রেপ্তারের ভয়ে পলাতক

ইমরান খানের ভাতিজাকে গ্রেপ্তারের ভয়ে পলাতক

অনলাইন ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভাতিজা ব্যরিস্টার হাসান নিয়াজিকে গ্রেপ্তারের জন্য খুঁজে বেড়াচ্ছে পুলিশ। চিকিৎসকদের সঙ্গে বিরোধের জের ধরে গত বুধবার লাহোরের একটি হাসপাতালে আইনজীবীদের হামলায় ৩ রোগীর মৃত্যু ঘটে। এই হামলায় অংশ নিয়েছিলেন হাসান নিয়াজিও। এ ঘটনায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

 

পরোয়ানা জারির পরপরই হাসান নিয়াজির বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু তিনি বর্তমানে গ্রেপ্তারের ভয়ে পলাতক রয়েছেন। চিকিৎসকদের হাতে আইনজীবী লাঞ্ছিত হওয়ার অভিযোগে বুধবার লাহোরের পাঞ্জাব ইনিস্টিটিউট অব কার্ডিওলজি হাসপাতালে হামলা চালান পাকিস্তানি আইনজীবীরা। হামলাকালে হাসপাতাল ভাঙচুর ও কর্মীদের মারধরের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

ফুটেজে হাসান নিয়াজিকে হামলায় অংশগ্রহণ ও পুলিশ ভ্যানে আগুন দিতে দেখা যায়। এ ঘটনায় সমালোচনার ঝড় উঠলে টুইটারে হামলায় অংশগ্রহণের জন্য অনুশোচনা প্রকাশ করেছেন হাসান।  

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ

নিউজ টোয়েন্টিফোর/ডিএ