র‌্যাবের হাতে ধরা তিন ডাকাত, অস্ত্র উদ্ধার

র‌্যাবের হাতে ধরা তিন ডাকাত, অস্ত্র উদ্ধার

নাসিম উদ্দীন নাসিম, নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া থেকে আন্তঃজেলা তিন ডাকাতকে আটক করেছে র‌্যাব-৫। শনিবার ভোর রাতে উপজেলার কৈগ্রামের আলহাজ্ব এমদাদুল হক দুলালের বসত বাড়িতে ডাকাতি চেস্টাকালে তাদের আটক করা হয়।

উদ্ধার করা হয় রিভলবার, পাঁচটি দেশীয় অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি। এসময় দুই র‌্যাব সদস্য আহত হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, শুক্রবার বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়া উপজেলার কৈগ্রাম উত্তর পাড়ার আলহাজ্ব এমদাদুল হক দুলালের বসত বাড়িতে ডাকাতির পূর্ব পরিকল্পনার খবর পায় র‌্যাব-৫।

পরে রাজশাহী এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল র‌্যাব-৫ রাজশাহী ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমানের নেতৃত্বে শুক্রবার আলহাজ্ব এমদাদুল হক দুলালের বসত বাড়িতে অবস্থান নেয়। পরে গভীর রাতে ১০ থেকে ১১ জনের একটি আগ্নেয়াস্ত্র সহ বিভিন্ন অস্ত্রশস্ত্রে সজ্জিত ডাকাত দল এমদাদুল হক দুলালের বসত বাড়িতে হানা দেয়। এ সময় পূর্ব থেকে অবস্থানরত র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে।

এতে র‌্যাবের আভিযানিক দল পাল্টা গুলি চালালে ডাকাত দল ছত্রভঙ্গ হয়ে পালাতে থাকে।

র‌্যাব সদস্যরা তাদের পিছু ধাওয়া করে নন্দীগ্রাম থানার গোচন গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে সাইফুল ইসলাম (৪৬),
নওগাঁ সদরের ভবানীগাতি গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে মো. ইসলাম (৪৫), সিংড়া উপজেলার মালকুড় গ্রামের মনতাজ উদ্দিনের ছেলে মো. বুলবুল আহমেদকে (১৯) গ্রেপ্তার করা হয়।

উদ্ধার করা হয় একটি রিভলবার, পাঁচটি দেশীয় ধারালো অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি।

এরিপোর্ট লেখা পর্যন্ত আটকদের বিরুদ্ধে ডাকাতি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)