বগুড়ায় ‘সংগ্রাম’ অফিসে আগুন দিল ছাত্রলীগ

বগুড়ায় ‘সংগ্রাম’ অফিসে আগুন দিল ছাত্রলীগ

অনলাইন ডেস্ক

যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির সাজাপ্রাপ্ত জামায়াত নেতা কাদের মোল্লাকে ‘শহীদ’ আখ্যায়িত করে খবর প্রকাশ করায় দৈনিক সংগ্রাম পত্রিকা পুড়িয়ে বগুড়া জেলা ছাত্রলীগ। শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১০টার দিকে শহরের সাতমাথায় অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সংগ্রাম পত্রিকা পুড়িয়ে প্রতিবাদ জানায়।

এসময় জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা ছাত্রলীগ সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াতের নেতা ‘কসাই’ কাদের মোল্লাকে ‘শহীদ’ হিসেবে আখ্যা দিয়ে দৈনিক সংগ্রাম আমাদের স্বাধীনতাকে বিকৃত করেছে।

এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

এর আগে ‘দৈনিক সংগ্রাম’র সম্পাদক আবুল আসাদকে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার করা হয়।  

শনিবার (১৪ ডিসেম্বর) তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, মোহাম্মদ আফজাল নামে একজন মুক্তিযোদ্ধা সংগ্রামের সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় একটি মামলা (নং-২৪) দায়ের করেন।

ওই মামলায় আবুল আসাদকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব বিজয় তালুকদার জানান, আবুল আসাদকে ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর