বু‌দ্ধিজীবীদের স্মরণে সাতক্ষীরায় মোমবাতি প্রজ্জ্বলন

বু‌দ্ধিজীবীদের স্মরণে সাতক্ষীরায় মোমবাতি প্রজ্জ্বলন

সাতক্ষীরা প্রতিনিধি

‘আমি আমার পূর্ব পুরুষের কথা বলছি, তার করতলে পলিমাটির সৌরভ ছিল তার পিঠে রক্তজবার মতো ক্ষত ছিল’ এই কবিতার চরণকে সামনে রেখে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও শহীদ মিনারে হাজার মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, স্থানীয় সরকার বিভাগ উপ-পরিচালক সাতক্ষীরা মো. হুসাইন শওকত, পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ এস এম আফজাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম প্রমুখ।

এতে মহান স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী ও জেলা শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মুসফিকুর রহমান মিল্টন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল