১৯৮৭ সালের চুক্তি মানল না যুক্তরাষ্ট্র, রাশিয়া-চীনের নিন্দা

১৯৮৭ সালের চুক্তি মানল না যুক্তরাষ্ট্র, রাশিয়া-চীনের নিন্দা

অনলাইন ডেস্ক

সম্প্রতি ৫০০ কিলোমিটার পাল্লার পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র।  এর নিন্দা জানিয়েছে বিশ্বের দুই গুরুত্বপূর্ণ কৌশলগত মিত্র রাশিয়া-চীন।

আমেরিকার ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যদিয়ে তাদের অশুভ উদ্দেশ্য পরিষ্কার হয়েছে বলে মনে করছেন তারা।

অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি ইন্টারমিডিয়েট নিউক্লিয়ার ফোর্সেস বা আইএনএফ থেকে বেরিয়ে যাওয়ার পর আমেরিকা এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল।

গত বৃহস্পতিবার পেন্টাগন বলেছে, তারা ভূমিভিত্তিক  একটি পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের ভ্যানডেনবার্গ বিমানঘাঁটি থেকে ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। ক্ষেপণাস্ত্রটি ৫০০ কিলোমিটার পথ পাড়ি দেয়।

গত চার মাসের মধ্যে এটি ছিল আমেরিকার দ্বিতীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবং মোতায়েন নিষিদ্ধ করা হয়েছিল আইএনএফ চুক্তিতে।

শীতল যুদ্ধ কমিয়ে আনার লক্ষ্যে ১৯৮৭ সালে আমেরিকা এবং রাশিয়া চুক্তিটি সই করে। চুক্তিতে ৫০০ থেকে শুরু করে ৫ হাজার ৫০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদন, মোতায়েন ও ব্যবহার  নিষিদ্ধ করা হয়েছিল।

গত আগস্ট মাসে আমেরিকা একতরফাভাবে এ চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)