দিল্লি রণক্ষেত্র, আহত ৬৩

অনলাইন ডেস্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ৬৩জন আহত হয়েছে।

এসময় শিক্ষার্থীদের সঙ্গে জনতাও যোগ দিলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বিক্ষোভকারীরা বাস ভাঙচুর করে ও আগুন দেয়। পরে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে।

নাগরিকত্ব আইন নিষিদ্ধের জেরে রোববার বিকেলে দিল্লির দক্ষিণে এ ঘটনা ঘটে।

রাজধানী শহরের বিলাসবহুল আবাসিক এলাকা নিউ ফ্রেন্ডস কলোনির ভেতরে ও বাইরে সহিংসতার পর দিল্লি ট্রাফিক পুলিশ ওখলা আন্ডারপাস থেকে সিরতা বিহার পর্যন্ত যান চলাচল বন্ধ করে দিয়েছে।

নাগরিক আইনের প্রতিবাদে উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলোতে বিক্ষোভ শুরু হয়েছে। আজকের এই সংঘর্ষের ঘটনার আগে গতকাল জামিয়া মিলিয়ার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে ভারতের পার্লামেন্ট অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশ তাতে বাধা দিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করে।

এদিকে, আলিগড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরাও দু’দিন ধরে বিক্ষোভ করছেন।

১৪৪ ধারা ভাঙায় ২০ জনকে গতকাল গ্রেপ্তার করে পুলিশ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

এই রকম আরও টপিক