ট্রাম্পকে ঘাঁটি বন্ধের হুমকি দিলেন এরদোয়ান

ট্রাম্পকে ঘাঁটি বন্ধের হুমকি দিলেন এরদোয়ান

অনলাইন ডেস্ক

তুরস্কের বিরুদ্ধে কোনো রকম নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করা হয় তাহলে মার্কিন সেনাদের জন্য ইনজারলিক বিমানঘাঁটি বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর্মেনীয় গণহত্যার ব্যাপারে মার্কিন কংগ্রেস যে বিল পাস করেছে তা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হলেও একই হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রোববার তুরস্কের হাভের টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট এরদোগান বলেন, যদি প্রয়োজন হয় এমন ব্যবস্থা নেওয়ার তাহলে আমাদের সে কর্তৃত্ব আছে এবং আমরা মার্কিন সেনাদের জন্য ইনজারলিক বিমানঘাঁটি বন্ধ করে দেব।

মুসলিম সামরিক শক্তিধর দেশটির প্রেসিডেন্ট আরো বলেন, যদি প্রয়োজন হয় তাহলে তার দেশ কুরেসিক রাডার ঘাঁটিও বন্ধ করে দেবে।

তুরস্কের দক্ষিণে অবস্থিত ইনজারলিক ঘাঁটিতে পরমাণু বোমা মোতায়েন করে রেখেছে আমেরিকা।  

এছাড়া, আগেভাগে সতর্ক সংকেত পাওয়ার জন্য তুরস্কের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুরেসিক ঘাঁটিতে আমেরিকা উন্নত ধরনের রাডার ব্যবস্থা গড়ে তুলেছে।

কয়েকদিন আগে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু ইনাজারলিক বিমানঘাঁটি বন্ধ করার হুমকি দিয়েছিলেন।

এরপর গতকাল তুর্কি প্রেসিডেন্ট বন্ধের হুমকি দিলেন।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)