খাগড়াছড়িতে প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা

খাগড়াছড়িতে প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে প্রথম প্রহরে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ৩১ বার তোপধ্বনির পর পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। সোমবার চেঙ্গী স্কোয়ার সংলগ্ন শহীদ বেদীতে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।  

প্রথমে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের পক্ষে ভারপ্রাপ্ত জেলা কমান্ডার ও জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস মুক্তিযোদ্ধাদের নিয়ে, শরণার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, সিভিল সার্জন ইদ্রিস মিঞা, পৌরসভার মেয়র রফিকুল আলম, খাগড়াছড়ি প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে জেলার সরকারী-বেসরকারী,সামাজিক সংগঠন, এনজিও, স্কুল-কলেজ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিকভাবে খাগড়াছড়ি স্টেডিয়ামে পাতাকা উত্তোলন, কুচকাওয়াজসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। দেয়া হয় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল