দিনাজপুরে নানা কর্মসূচিতে বিজয় দিবস পালিত

দিনাজপুরে নানা কর্মসূচিতে বিজয় দিবস পালিত

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। প্রত্যুষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পনের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি।   

ভোর ৬টা ৪৫ মিনিটে দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পমাল্য অর্পন করেন মহিলা সাংসদ জাকিয়া তাবাসসুম জুই।

এর পর পরই জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদ, দিনাজপুর জেলা পরিষদ, দিনাজপুর প্রেস ক্লাব, আওয়ামী লীগ ও বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা অর্পন করা হয়।

সকাল ৯টায় গোর-এ শহীদ ময়দানে জাতীয় সঙ্গীতে সাথে পতাকা উত্তলন ও বেলুন উড়িয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল আলম ও পুলিশ সুপার আনোয়ার হোসেন। পরে সরকারি বিভিন্ন বাহিনী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ ও ডিসপ্লে।

এছাড়াও দিনব্যাপী কর্মসুচির মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ম্যাচ ও আলোচনা সভা।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল