‌‌‘এ তালিকা আমাদের করা নয়, পাকিস্তানের’

‌‌‘এ তালিকা আমাদের করা নয়, পাকিস্তানের’

অনলাইন ডেস্ক

১১২ নম্বর (পৃষ্ঠা নম্বর ৪১১৩) মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তীর নাম ৬৩ নম্বর রাজাকারের তালিকায় থাকার ব্যাপারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, আমরা নিজেরা কোনো তালিকা প্রস্তুত করিনি। ১৯৭১ সালে পাকিস্তানিরা যে তালিকা করেছে, আমরা শুধু তা প্রকাশ করেছি। সেখানে কার নাম আছে, আর কার নাম নেই সেটা আমরা বলতে পারব না।

তালিকা নিয়ে পাকিস্তানি বাহিনীকে ‌‌‘দোষারোপ’ করে আ ক ম মোজাম্মেল আরো বলেন, একই নামে তো অনেক মানুষ থাকতে পারে।

আর একজন মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় আসবে কেন, এটা হতে পারে না। আর যদি আসেও সেটা পাকিস্তানি বাহিনীর ভুল। যদি মুক্তিযোদ্ধার নাম রাজাকারের তালিকায় এসে থাকে, তবে আমরা সেটা যাচাই করে দেখব।

উল্লেখ্য, মহান বিজয় দিবসের আগের দিন রাজাকারদের তালিকা প্রকাশের পর শুরু হয়েছে বিতর্ক।

দেশদ্রোহীদের তালিকায় গেজেটেড মুক্তিযোদ্ধাদের নাম যুক্ত হওয়ায় দেশজুড়ে তোলপাড় চলছে। রাজাকারের তালিকায় নাম আছে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপুর! এমনকী বরিশালের বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবর্তীর বাবা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তপন কুমার চক্রবর্তী এবং ঠাকুমা উষা রানি চক্রবর্তীর নামও আছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর