পেঁয়াজ বেঁচে কোটিপতি হলেন কৃষক

পেঁয়াজ বেঁচে কোটিপতি হলেন কৃষক

অনলাইন ডেস্ক

ভারতে পেঁয়াজের আকাশছোঁয়া দামের করণে সকলেই যখন হা-হুতাশ করছে, তখন কর্ণাটকের কৃষক মল্লিকার্জুনার মুখে তৃপ্তির হাসি। পেঁয়াজ বেঁচে এক মাসেই কোটিপতি হয়ে গেছেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

তিনি ১০ একর জমিতে পেঁয়াজ চাষ করেন।

মোট ২৪০ টন পেঁয়াজ উৎপাদিত হয়। এদিকে নভেম্বরে যে পেঁয়াজের দাম ছিল প্রতি কেজি ৭০ রুপি, সেই পেঁয়াজ কয়েকদিন আগে ১২০ রুপিতে বিক্রি করেন এই কৃষক।

রাজ্যটির চিত্রদুর্গ জেলার বাসিন্দা ৪২ বছর বয়সী মল্লিকার্জুনা। তিনি ভারতীয় গণমাধ্যমটিকে জানান, ১৫ লাখ রুপি ঋণ নিয়ে পেঁয়াজ চাষ করেন।

তিনি ঋণের ১৫ লাখ রুপি শোধ করে এক কোটির বেশি রুপি জমিয়েছেন।

পেঁয়াজ বেঁচে রাতারাতি তারকা বনে যাওয়া এই কৃষক বলেন, শেষপর্যন্ত ঋণের টাকা উঠবে কিনা সংশয় ছিল আমার। কারণ, ভালো দাম না পেলে আমি ঋণে ডুবে যেতাম। তবে শেষমেশ আমি লাভের মুখ দেখেছি।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল 

সম্পর্কিত খবর