সৌদিতে বিজয় দিবস উদযাপন

সৌদিতে বিজয় দিবস উদযাপন

মোহাম্মদ আল-আমীন, সৌদি আরব প্রতিনিধি

সকালে কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিবসের কর্মসূচির সূচনা করেন কনসাল জেনারেল ফয়সাল আহমেদ।

এরপর শহীদদের স্মরণে অস্থায়ী স্মৃতিসৌদে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কনসাল জেনারেল, কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা।

দিবসটি উপলক্ষ্যে প্রদত্ত রাস্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।

অনুষ্ঠানে তিনজন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও বিজয় ফুল অংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দুই পর্বের অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব রাতে সাংস্কৃতিক ও রেজার শোর আয়োজন করা হয়। এছাড়াও কনস্যুলেটে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)