‘আমরাই প্রথম, পরে ভারত-মালদ্বীপ-পাকিস্তান’

‘আমরাই প্রথম, পরে ভারত-মালদ্বীপ-পাকিস্তান’

অনলাইন ডেস্ক

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) কাউন্সিল হলে আয়োজিত এক অনুষ্ঠানে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বলেছেন, ২০২০ সালের মধ্যে ফাইভ-জি চালু করা হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।

ডিজিটাল শব্দটি বাংলাদেশ থেকে উচ্চারিত হয়েছে উল্লেখ করে মোস্তাফা জব্বার বলেন, আমরাই প্রথম ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দেই। এরপর ২০১৪ সালে ভারত, ২০১৫ সালে মালদ্বীপ এবং এ বছরের ৫ ডিসেম্বর পাকিস্তানও ডিজিটালের ঘোষণা দিয়েছে। তবে পাকিস্তান এখনো প্রক্রিয়া শুরু করেনি।

ফাইভ-জি’র ব্যাপারে তিনি বলেন,  ২০২০ সালের দ্বিতীয় কোয়ার্টারের মধ্যে ফাইভ-জি চালু করার চিন্তা করছি আমরা। এই নিয়ে কাজ এগিয়ে চলেছে। সামনের দিনে ইন্ডাস্ট্রির নির্ভরতা হবে ফাইভ-জি। দেশ এগিয়ে চলেছে, দেশে উন্নয়ন হচ্ছে।

এই উন্নয়নের মহাসড়কের নাম হবে ফাইভ-জি।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর