মমতার স্লোগানে ঝড় উঠল কলকাতার রাস্তায়

মমতার স্লোগানে ঝড় উঠল কলকাতার রাস্তায়

অনলাইন ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দ্বিতীয় মহামিছিলে আবারও হুঁশিয়ারি দিলেন । তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, ‘এই বাংলায় এনআরসি হবে না, নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করতে দেব না। ’ মহানগরের যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে যদুবাবুর বাজার পর্যন্ত মিছিলে কাল সবার সাথে তাল মিলিয়ে হেঁটেছেন তিনি।   মিছিল শেষে সিএএ ও এনআরসির বিরুদ্ধে একঝাঁক স্লোগান তৈরি করে সেগুলো সবার মধ্যে প্রচার করে দিলেন মমতা।

একনজরে দেখা নেওয়া যাক কি কি স্লোগান দিয়েছিলেন মমতা।

 

'লড়ছে কারা, সিটিজেন ..... লড়বে কারা, সিটিজেন'।

'হিন্দু-মুসলমান, সিটিজেন ..... আমরা সবাই, সিটিজেন'।

'আমরা সবাই, নাগরিক ..... আমরা কারা সিটিজেন'।

'ভাইরা কারা, নাগরিক ..... বোনরা কারা, নাগরিক ..... মা-বোনেরা, সিটিজেন'।

'রাস্তায় কারা, সিটিজেন ..... গ্রামগঞ্জে, সিটিজেন ..... জেলায় জেলায় সিটিজেন'।

'ছাত্র যুব, সিটিজেন ..... কিষান ভাইরা, সিটিজেন'।

'বিহারেতে, সিটিজেন ..... দিল্লিতে, সিটিজেন ..... কেরালায়, সিটিজেন ..... আসামে, সিটিজেন ..... উত্তর-পূর্বে সিটিজেন'।

'সিএবি বাতিল করো ... বাতিল করো, বাতিল করো ... এনআরসি বাতিল করো, বাতিল করো, বাতিল করো'।

'সিএবি, ওয়াপস লো ... এনআরসি, ওয়াপস লো'।

'নহি চলেগা নহি চলেগা, এনআরসি নহি চলেগা ... সিএবি, নহি চলেগা'।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ