হনুমানের পুনর্জন্ম ভেবে ৬ বছরের লেজওয়ালা ছেলেকে পূজা

হনুমানের পুনর্জন্ম ভেবে ৬ বছরের লেজওয়ালা ছেলেকে পূজা

অনলাইন ডেস্ক

লেজ নিয়েই জন্মগ্রহণ করেছে এই ৬ বছর বয়সী ছোট্ট ছেলেটি। মানুষ তাকে ভগবান হনুমানের মতোই পূজা করে। যার ফলে অনিচ্ছাকৃতভাবে হলেও ছেলেটির বাবা-মা তাকে লোকচক্ষুর আড়ালে লুকিয়ে রাখতে বাধ্য হয়। শিবম কুমার নামের এই ছেলেটির প্রতিবেশীদের বিশ্বাস যে শিবম স্বর্গীয়, এ কারণেই সে তার পিছনে লেজের মতো একগুচ্ছ চুল নিয়ে এ পৃথিবীতে এসেছে।

তাই প্রতিবেশীরা তাকে ভালোবেসে প্রচুর চকলেট ও বিভিন্ন রকমের খাবার দেয়। ঘটনাটি ভারতের দিল্লী শহরের।

দিল্লীতে খবরটি ছড়িয়ে পড়ার পর সেটা হমুমানেরই পুনর্জন্ম ভেবে দেশের নানা জায়গা থেকে তাকে দেখার জন্য মানুষ তার বাড়িতে ভিড় জমায়। এই লেজ শিবমের বাবা-মা ও ডাক্তার- সবাইকে ভড়কে দিয়েছিল।

কিন্তু শিবমের মা তার সেই চুলটুকু কাটতে নারাজ কারণ 'এটা আমাদের পরিবারের জন্য বিপদ বয়ে আনতে পারে। '

তার মা আরও জানান, 'প্রতিবেশীরা সবাই ওকে খুব ভালোবাসে। প্রথম দিকে, বাসায় এতো লোক ওকে দেখতে আসতো যে আমাদের সাধারণ জীবনযাপন সেটার জন্য বাধাগ্রস্ত হতো। এটা আমাদের জন্য একটা সমস্যা তৈরী করত। কখনও কখনও মানুষ এসে শিবমকে খুঁজলে আমরা তাদের বলতাম যে শিবম বাড়িতে নেই। '   

ডাক্তাররা শিবমের এই বিষয়টি নিয়ে চিকিৎসার কোনো পরামর্শ দিয়েছে কিনা জানতে চাওয়া হলে, শিবমের মা রিনা জানান তার ছেলের কোনো সমস্যা নেই। সে একদম ঠিক আছে। তিনি আরও বলেন, 'এটা ওর জন্মগত। আমরা জানি ও খুব বিশেষ রকমের মানুষ। কিন্তু আমরা চুলগুলো কেটে ফেলতে পারবো না। এটা আমাদের পরিবারের জন্য বিপদ বয়ে নিয়ে আসতে পারে। এটা হয়তো ভগবানের উপহার এবং আমরা ভগবানে পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়াতে চাই না। '

সূত্র: ডেইলি মিরর

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ