ল্যাঙ্গেভেল্টকে অব্যাহতি দিয়েছে বিসিবি

ল্যাঙ্গেভেল্টকে অব্যাহতি দিয়েছে বিসিবি

অনলাইন ডেস্ক

চার্ল ল্যাঙ্গেভেল্টকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফাস্ট বোলিং কোচের পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারটি এক বিবৃতির মাধ্যমে নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।

নিজাম বলেন, ‘তাকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে আমরা আনুষ্ঠানিকভাবে একটি আবেদন পাই। আমরা মনে করি ক্রিকেট সাউথ আফ্রিকার সঙ্গে আমাদের দারুণ একটি সম্পর্ক রয়েছে।

তিনি দক্ষিণ আফ্রিকার একজন ক্রিকেটার ও সে তার জাতীয় দলের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন, এ ব্যাপারটি আমরা বিবেচনায় নিয়েছি। বোর্ড তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ’

এর আগে গত জুলাইয়ে বিশ্বকাপের পর ছেড়ে দেওয়া হয় আগের ফাস্ট বোলিং কোচ কোর্টনি ওয়ালশকে। তার পরিবর্তে আনা হয় ল্যাঙ্গেভেল্টকে।

তবে তার সঙ্গে দুই বছরের চুক্তি থাকলেও পাঁচ মাসের কম সময়েই চলে যাচ্ছেন তিনি।

ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার ভরাডুবির পর দেশটিতে চলছে ব্যাপক রদবদল। বোর্ড পরিচালকের দায়িত্ব পাওয়া এক সময়ের সফল অধিনায়ক গ্রায়েম স্মিথ নতুন হেড কোচ হিসেবে নিয়োগ দিয়েছেন তারই সাবেক সতীর্থ মার্ক বাউচারকে। এবার ফাস্ট বোলিং কোচ হিসেবেও তিনি চাইলেন আরেক সাবেক সতীর্থ চার্ল ল্যাঙ্গেভেল্টকে।

যেমনি চাওয়া, তেমনি দেশের ডাকে সাড়া না দিয়ে পারলেন না ল্যাঙ্গেভেল্ট। আর তাতেই কিছুদিন আগেই বাংলাদেশের ফাস্ট বোলিং কোচিংয়ের দায়িত্ব নেওয়া এই তারকা মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) নিজের পদত্যাগ পত্র জমা দেন। বিসিবি তা গ্রহণও করে নেন।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল