দিল্লিতে বিক্ষোভের কাছেই গায়ে আগুন দিল যুবক

দিল্লিতে বিক্ষোভের কাছেই গায়ে আগুন দিল যুবক

অনলাইন ডেস্ক

দিল্লির রাজপথে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। তবে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে ওই যুবকও গায়ে আগুন দিয়েছেন কি না, সে বিষয়ে এখনো জানা যায়নি।

আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, ঘটনাস্থলে কর্তব্যরত পুলিশ দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। দিল্লির ইন্ডিয়া গেটের কাছে এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

সূত্র জানায়, ভারতের নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে অন্যান্য স্থানের মতো ইন্ডিয়া গেটের কাছেই প্রতিবাদ-বিক্ষোভ চলছিল। ওই যুবকও প্রতিবাদ করতে গিয়ে গায়ে আগুন দিয়েছেন কি না, সে বিষয়ে এখনো জানা যায়নি।

একজন পুলিশ কর্মকর্তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুই ঘটনার মধ্যে কোনো যোগসূত্র নেই। তবে কী কারণে আত্মহত্যার চেষ্টা করেছেন তিনি, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ বলছে, রাষ্ট্রপতি ভবন থেকে ইন্ডিয়া গেট রাস্তার উপরে ঘটনাটি ঘটেছে। গায়ে আগুন লাগানোর পরই ওই এলাকায় একটি পুলিশ ভ্যানে থাকা কর্মীরা ছুটে গিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করেন। পরে উদ্ধার করে তাকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসকরা জানান, যুবকের শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। কার্তিক মাহের নামে ওই যুবকের বাড়ি উড়িষ্যায়।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)