পাকিস্তানে টেস্ট নয়, টি-টোয়েন্টি খেলতে চায় বাংলাদেশ

পাকিস্তানে টেস্ট নয়, টি-টোয়েন্টি খেলতে চায় বাংলাদেশ

অনলাইন ডেস্ক

আগামী বছরের শুরুতে পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ খেলতে নারাজ বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে বিস্তারিত চিঠিও দেয়া হয়েছিল। না খেলার কারণ যানাতে চাওয়া হয়েছিল।  

বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, টেস্টের বদলে টি-টোয়েন্টি সিরিজের জন্য সফর করতে আগ্রহী তারা।

বুধবার এক বিবৃতির প্রকাশ করা হয়েছে পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার পক্ষ থেকে। পিসিবি’র প্রধান নির্বাহী ওয়াসিম খান বলেন, ‘বিসিবি আমাদের জানিয়েছে তারা তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগ্রহী। তবে তারা টেস্ট সিরিজ খেলতে কোনও আগ্রহ প্রকাশ করেনি। ’

‘আইসিসি আমারদের নিরাপত্তা ও সিরিজ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে।

তবে কোন কারণে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলতে চাইছে না সে বিষয়টি অপরিষ্কার। ’

২০২০ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির দিকে এই সফর হবার কথা রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে পাকিস্তান গিয়ে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ডিসেম্বরে দেশটি আবারও পা রাখে লঙ্কানরা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দুটি খেলতে বর্তমানে সেখানেই অবস্থান করছে অ্যাঞ্জেলো ম্যাথুজ ও দিনেশ চান্দিমালরা।

২০০৯ সালে লাহোরে টেস্ট ম্যাচ চলাকালে সন্ত্রাসী হামলার শিকার হয় পাকিস্তান ও শ্রীলঙ্কা দল। এই হামলা দেশটির ক্রিকেটের জন্য মহা বিপর্যয় ডেকে এনেছিল।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল