যশোরে দুদিনব্যাপী খাদ্য নিরাপত্তা পুষ্টি মেলা

যশোরে দুদিনব্যাপী খাদ্য নিরাপত্তা পুষ্টি মেলা

রিপন হোসেন, যশোর প্রতিনিধি

যশোরে শুরু হয়েছে খাদ্য নিরাপত্তা পুষ্টি মেলা। বাঘারপাড়া উপজেলার কিসমত মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বেসরকারি সংস্থা সলিডারিডাড নেটওয়ার্ক ও জাগরণী চক্র ‘সফল’ প্রকল্প মেলার আয়োজন করে। দুই দিনব্যাপী এই মেলার নিরাপদ সবজি উৎপাদনের আধুনিক প্রযুক্তি ও সবজি বাজার ব্যবস্থার কৌশল সম্পর্কে ধারণা নিচ্ছেন কৃষকরা।

আয়োজকেরা বলছেন, গ্রামের তরুণ-তরুণীদের কৃষি উদ্দ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য এমন আয়োজন।

মেলায় ২২ টি স্টল রয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া মেলা শেষ হবে শুক্রবার।

এসময় উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সুফিয়ান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. শাহা আলম, যুব উন্নয়ন কর্মকর্তা সেলিমুজ্জামান, জাগরণী চক্র ফাউন্ডেশনের সফল প্রকল্প যশোরের প্রজেক্ট ডাইরেক্টর তহিদুল ইসলাম, বাসুয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ প্রমুখ।

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)