দৌলতদিয়া ফেরি পারের অপেক্ষায় ৩ শতাধিক যানবাহন

দৌলতদিয়া ফেরি পারের অপেক্ষায় ৩ শতাধিক যানবাহন

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সংকটের কারণে পারের অপেক্ষায় প্রায় ৩ শতাধিক বিভিন্ন প্রকার যানবাহন। এতে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ৩কিঃমিঃ বিভিন্ন প্রকার যানবাহনের সারি রয়েছে। শীতের মধ্যে দীর্ঘ সময় ফেরি পারের অপেক্ষায় থেকে যানবাহন চালক ও যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।  

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, রোরো ফেরি এনায়েতপুরী প্রায় এক মাস যাবৎ পাটুরিয়া ভাসমান কারখানা মধুমতিতে মেরামত করা হচ্ছে।

২টি ফেরি নারায়নগঞ্জ ডক্ইয়ারে মেরামত করা হচ্ছে। এই নৌরুটে বর্তমান ১৫টি ছোট-বড় ফেরি চলাচল করছে।
  
ফেরি সংকটের কথা স্বীকার করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ আবু আব্দুল্লাহ রনি বলেন,  দৌলতদিয়া ঘাটে কিছু যানবাহন ফেরি পারের অপেক্ষায় আছে। তবে রাতের মধ্যে গাড়িগুলো ফেরি পার করা সম্ভব হবে।
  

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল