মানবসেবাই সবচেয়ে বড় সেবা : বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান

অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাাখছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান

মানবসেবাই সবচেয়ে বড় সেবা : বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেছেন, মানবসেবাই সবচেয়ে বড় সেবা। মানুষ হিসেবে মানুষের দুর্দিন-সুদিনে এগিয়ে যেতে হয়।

পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন সংস্থা 'সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড' (সিআরপি) ও স্বেচ্ছাসেবী সংস্থা 'বাঁচতে শেখা'কে ২৫ লাখ টাকা করে অনুদানের চেক দেওয়ার সময় তিনি এ কথা বলেন। মঙ্গলবার বিকালে বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই দুই প্রতিষ্ঠানকে অনুদানের চেক হস্তান্তর করা হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চেক গ্রহণ করেন সিআরপি’র প্রতিষ্ঠাতা ভেলোরি টেলর ও বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ।

আহমেদ আকবর সোবহান বলেন, আজ দুইজন মহিয়সী নারীকে সম্মানিত করতে পেরে শুধু বসুন্ধরা গ্রুপ বা ইস্ট ওয়েস্ট মিডিয়া নয়, সারা দেশের মানুষ গর্বিত। কারণ ইস্ট ওয়েস্ট মিডিয়া কাউকে অনুমোদন করা মানে দেশের বিশাল সাংবাদিক সমাজ তাকে অনুমোদন করলো।

নিজের ব্যক্তিগত তহবিল থেকে এ অনুদান প্রদানের সময় আহমেদ আকবর সোবহান আরও বলেন, আমি ব্যক্তিগতভাবে আত্মপ্রচারে সন্তুষ্ট হতে পারি না।

কর্মেই আমার প্রচার। তবে এই প্রচারের মাধ্যমে দেশের অন্যান্য বড় বড় ব্যবসায়ীরাও অনুপ্রাণিত হবেন বলে আশা করি। সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য আমাদের অনেক কিছু করণীয় আছে।

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সভাপতিত্বে অনুষ্ঠানে দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান-এর ভারপ্রাপ্ত সম্পাদক এনামুল হক চৌধুরী, সিআরপি-এর প্রতিষ্ঠাতা ভেলোরি টেলর, বাঁচতে শেখা’র নির্বাহী পরিচালক অ্যাঞ্জেলা গোমেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর