পাঁচ বছরের শিশুর আয় বছরে ১৫৩ কোটি টাকা!

পাঁচ বছরের শিশুর আয় বছরে ১৫৩ কোটি টাকা!

অনলাইন ডেস্ক

পাঁচ বছরের এক শিশু বছরে ইউটিউব থেকে আয় করে প্রায় ১৫৩ কোটি টাকা। সম্প্রতি ফোর্বস ম্যাগাজিনের প্রকাশিত তালিকায় দেখা গেছে সব থেকে বেশি আয়কারী ইউটিউবারের তালিকায় অন্তর্ভূক্ত হয়েছে পাঁচ বছরের আনাস্তাসিয়া রাডজিনস্কায়ার নাম। আনাস্তাসিয়া ইন্টারনেট দুনিয়ায় ন্যাস্তিয়া নামেই পরিচিত।

ন্যাস্তিয়ার পরিবার অন্তত ছ’টি ইউটিউব চ্যানেল ব্যবহার করে।

এসব চ্যানেলে ন্যাস্তায়ি ও তার বাবা মিলে বিভিন্ন ধরনের ভিডিও গেম, নার্সারি স্তরের কবিতা আবৃত্তি, ভাল আচরণ সম্পর্কিত ভিডিও আপলোড করে। বর্তমানে ইউটিউবে ন্যাস্তিয়ার সব থেকে জনপ্রিয় চ্যানেলের সাবক্রাইবারের সংখ্যা ৪ কোটি ২৪ লাখের বেশি। ফোর্বসের হিসেব অনুযায়ী, গত বছর তার ৬টি ইউটিউব চ্যানেল থেকে মোট আয় হয়েছে ১ কোটি ৮০ লক্ষ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৫৩ কোটি টাকা)।

ন্যাস্তিয়া নামের এই মেয়েটির জন্ম রাশিয়ার ক্রাসনোদার এলাকায়।

গত বছর তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যায়। এখন তারা ফ্লোরিডার বাসিন্দা হিসেবেই আছে। তাদের জনপ্রিয়তা এত তুঙ্গে পৌঁছে গেছে যে বেশ কিছু বড় ব্র্যান্ড প্রচুর টাকার বিনিময়ে ন্যাস্তিয়ার সঙ্গে পার্টানশিপে কাজ করছে।  

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ