'বাড়িতে আমার মা-বাবা দুজনে হলেন সেন্সর বোর্ড আর সুপ্রিম কোর্ট'

'বাড়িতে আমার মা-বাবা দুজনে হলেন সেন্সর বোর্ড আর সুপ্রিম কোর্ট'

অনলাইন ডেস্ক

খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে সালমান খান অভিনীত 'দাবাং থ্রি'। ছবির বিষয়ে সবসময়ই পরিবারের মতামতকে বেশ গুরুত্ব দেন সালমান। পছন্দ না হলে ছবিতে কাঁটছাটও করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান বলেন, 'বাড়িতে আমার মা-বাবা দুজনে হলেন সেন্সর বোর্ড আর সুপ্রিম কোর্ট।

তারা যদি ফিল্মকে ক্লিন চিট দিয়ে দেন, তা হলে আর কী লাগে?'

দাবাং থ্রি ছবিটি পরিচালনায় আছেন প্রতিভাবান প্রভু দেবা। তার বিষয়ে সালমান জানান, প্রভু নিজে আগে দৃশ্যটা করে দেখান, তারপর অভিনেতাকে সেটা করতে বলেন। আর পছন্দ চাই হোক বা না হোক, তারপর আবার বলবে, ‘ওয়ান মোর টেক’।

'দাবাং থ্রি'র চিত্রনাট্য লিখেছেন স্বয়ং সালমান খান।

তিনি জানান, দাবাং টু করার সময়তেই তার মনে হয়েছিল, চুলবুল পাণ্ডের জন্ম কিভাবে হয়েছিল সেটা দর্শক জানতে পারলে হয়তো আরও খুশি হবেন। দর্শক ফ্ল্যাশব্যাকে পুরো গল্পটা জানতে পারবেন এবারে। চুলবুলের চরিত্রটাই এমনই দর্শক বারবার ওর প্রেমে পড়ে যায়।

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ