উবারের লাইসেন্সবিহীন সেবা নিষিদ্ধ জার্মানিতে

উবারের লাইসেন্সবিহীন সেবা নিষিদ্ধ জার্মানিতে

অনলাইন ডেস্ক

জার্মানির আদালত দেশটিতে উবারের লাইসেন্সবিহীন সেবা নিষিদ্ধ করেছেন। বৃহস্পতিবার আদালত এর স্বপক্ষে যুক্তি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের কোম্পানি উবার ভাড়া করা গাড়ি ব্যবহার করে যাত্রী পরিবহন করছে। কিন্তু এটা করার জন্য উবারের প্রয়োজনীয় লাইসেন্স নেই।  

রাইড শেয়ারিং কোম্পানি উবার মূলত গাড়ির মালিকদের পরিচালিত গাড়িতেই রাইড শেয়ার করে থাকে।

কিন্তু জার্মানিতে উবার ট্যাক্সি ভাড়া করে এই সেবা পরিচালনা করছে। এটা অবৈধ।

সম্প্রতি লন্ডনেও উবারের লাইসেন্স বাতিল করে তাদের কার্যক্রম পরিচালনা পুরোপুরি নিষিদ্ধ করেছে লন্ডন সরকার। নিরাপত্তা নীতি লঙ্ঘনের অভিযোগে এ পদক্ষেপ নেওয়ার কথা নিশ্চিত করে ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল)।

 

সূত্র: টেক ক্রান্চ

 

নিউজ টোয়েন্টিফোর/ডিএ