টানা চতুর্থ জয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রাখল চট্টগ্রাম

টানা চতুর্থ জয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রাখল চট্টগ্রাম

অনলাইন ডেস্ক

বিপিএলের চলতি আসরে দুর্দান্ত খেলছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার্স, ঢাকার প্লাটুনের পর শুক্রবার হারাল কুমিল্লা ওয়ারিয়র্সকে। এনিয়ে টানা চার ম্যাচে ধারাবাহিক জয় পেয়েছে ইমরুল কায়েসদের চট্টগ্রাম।

শুক্রবার কুমিল্লার বিপক্ষে ৪ উইকেটে বিপিএলর দ্বিতীয় সর্বোচ্চ ২৩৮ রানের রেকর্ড গড়ে ১৬ রানের জয় পায় চট্টগ্রাম।

এই জয়ে চলতি বিপিএলে ৬ খেলায় ১০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান অক্ষুন্ন রাখল চট্টগ্রাম।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের চলমান সপ্তম আসরের ১৪তম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিং করে ২৩৮ রানের পাহাড় গড়ে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলের হয়ে সর্বোচ্চ ৭১ রান করেন চাদউইক ওয়ালটন, ৬২ রান করে ইমরুল কায়েস। এছাড়া ৪৮ রান করেন অভিস্কা ফার্নান্দো।

২৯ রান করেন নুরুল হাসান সোহান।

টার্গেট তাড়া করতে নেমে ৩২ রানে সৌম্য সরকার, ভানুকা রাজাপকশে ও সাব্বির রহমান রুম্মনের উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় কুমিল্লা ওয়ারিয়র্স। এরপর ইয়াসির আলীর সঙ্গে চতুর্থ উইকেটে ৫৮ রানের জুটি গড়েন ডেভিড মালান। ২১ রান করে ইয়াসির আউট হওয়ার পর ছয় নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা অধিনায়ক দাসুন শানাকাকে সঙ্গে নিয়ে ৬২ রানের জুটি গড়েন মালান।

তাদের জুটিতেই জয়ের স্বপ্ন দেখেছিল কুমিল্লা। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ৩৮ বলে সাতটি চার ও ৫টি ছক্কায় ৮৪ রান করে মালান আউট হওয়ার পর জয়ের স্বপ্ন ফিকে হয়ে যায় কুমিল্লার। জয়ের জন্য শেষ দিকে ৩৪ বলে প্রয়োজন ছিল ৮৭ রান। স্কোর বোর্ডে রান বাড়াতে গিয়ে বিভান্ত হন শানাকা। দলীয় ১৭৯ রানে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন শ্রীলংকান এ তারকা ক্রিকেটার।

সংক্ষিপ্ত স্কোর

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: ২০ ওভারে ২৩৮/৪ (ওয়ালটন ৭১*, ইমরুল ৬২, ফার্নান্দো ৪৮, সোহান ২৯*, সিমন্স ১০, নাসির ৩)।

কুমিল্লা ওয়ারিয়র্স: ২০ ওভারে ২২২/৭ (মালান ৮৪, শানাকা ৩৭, আবু হায়দার ২৮ ইয়াসির আলী ২১, সৌম্য ১৫)।

ফল: চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১৬ রানে জয়ী।

 

নিউজ টোয়েন্টিফোর/কামরুল

সম্পর্কিত খবর